Home জাতীয় প্রধান উপদেষ্টার আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ

প্রধান উপদেষ্টার আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ

প্রধান উপদেষ্টার আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ

0

জুলাই মাসের গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

এই তথ্যটি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ১টার কিছু আগে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার একযোগে সরাসরি সম্প্রচার করবে।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানটিও বিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

‘জুলাই ঘোষণাপত্র’ ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার এই দলিলটি চূড়ান্ত করেছে। দলগুলো এই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে বলে জানা গেছে।

জাতির উদ্দেশে দেওয়া আজকের ভাষণে অধ্যাপক ইউনূস দেশকে অন্তর্বর্তীকালীন সময় থেকে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ার দিকে এগিয়ে নেওয়ার রূপরেখা উপস্থাপন করতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version