ঢাকার বাতাস দিন দিন আরও দূষিত হয়ে উঠছে। বিশ্বের অন্যান্য শহরের মতোই এখানে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরের বেশ কিছু দিন বায়ুর মান মাঝারি অবস্থায় থাকলেও শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় পৌঁছেছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, সকাল ১০টায় ঢাকার বায়ু মানের একিউআই স্কোর ১১৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে। এ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা (১৮৩ স্কোর), দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৫৯ স্কোর), এবং ভারতের দিল্লি (১৫১ স্কোর) আছে তৃতীয় স্থানে।

একিউআই স্কোর নির্ধারণ করা হয় প্রধানত পাঁচটি দূষক উপাদানের ওপর: বস্তুকণা (PM₁₀ ও PM₂.₅), নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই অক্সাইড (SO₂), এবং ওজোন (O₃)।
বায়ুদূষণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। শিশু, প্রবীণ, অসুস্থ এবং গর্ভবতী মহিলাদের জন্য এর প্রভাব আরও গুরুতর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা যান। প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত।
তাই রাজধানীবাসীর জন্য জরুরি পরামর্শ হলো: বাইরে দীর্ঘ সময় থাকাকে সীমিত করা, প্রয়োজনে মাস্ক ব্যবহার, এবং ঝুঁকিপূর্ণ সময়ে শিশু ও প্রবীণদের বাড়ির ভিতর রাখার চেষ্টা করা।