পৃথিবীর উত্তর চৌম্বক মেরু গত কয়েক দশকে দ্রুতগতিতে সাইবেরিয়ার দিকে সরছে। উত্তর চৌম্বক মেরুর গতিবিধি ২০১৭ সালে এটি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেছে এবং বর্তমানে প্রতি বছর প্রায় ৩৪ মাইল (৫৫ কিলোমিটার) গতিতে অগ্রসর হচ্ছে।
উত্তর চৌম্বক মেরুর গতিবিধি ও তার প্রভাব
বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ছে এবং এটি উল্টে যেতে পারে। এর মানে, উত্তর মেরু দক্ষিণের জায়গায় ও দক্ষিণ মেরু উত্তরের জায়গায় চলে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ও যুক্তরাজ্য প্রতি পাঁচ বছর পর পর উত্তর চৌম্বক মেরুর অবস্থান নির্ণয় করে থাকে। তবে এবার চার বছরের মাথায় উত্তর চৌম্বক মেরুর অবস্থান নির্ণয় করতে বাধ্য হয়েছেন তারা।
বিজ্ঞানীরা বলছেন, স্মার্টফোন ও কিছু ইলেকট্রনিকসের সঙ্গে সংযুক্ত থাকা কম্পাস দিয়ে দিকনির্ণয় করতে সমস্যা হতে পারে। বিমান ও জাহাজগুলোও ব্যাকআপ নেভিগেশন হিসেবে সাধারণত উত্তর চৌম্বক মেরুর ওপর নির্ভরশীল।
আরও পড়ুন:
মোদি মার্কিন শুল্ক প্রতিক্রিয়া: পড়ুন এখানে
বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ বিক্ষোভ: পড়ুন এখানে
নিউক্যাসল বনাম লিভারপুল ম্যাচ: পড়ুন এখানে